/anm-bengali/media/media_files/IQIjUS3u7OZEdX4vsLBl.jpg)
নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জঃ আইপিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক যুবকের রহস্যময় মৃত্যুকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের অঞ্জনা সংলগ্ন ওঙ্কার এডেন গ্রিন আবাসন এলাকায়। জানা গেছে দিল্লিতে আইপিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া অক্ষয় রঞ্জন নামের বছর একুশের এই যুবক বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ বন্ধুদের সঙ্গে যাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে প্রস্তুতি নিচ্ছিল। সে সময় সে বাড়ির চার তলার উপর থেকে খোলা বারান্দা দিয়ে নিচে পড়ে যায়। সে সময় নির্মাণ কাজের জন্য নিচে বিভিন্ন সামগ্রী রাখা থাকায় সেই নির্মাণ সামগ্রিক ওপরে আছড়ে পড়ে ওই যুবক।
/anm-bengali/media/media_files/cnSNRc83TeG7XwdByDlZ.jpg)
স্থানীয়রা ও তার পরিবার পরিজন বিষয়টি লক্ষ্য করে, দ্রুত ওই আহত যুবককে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসার সময় তার মৃত্যু হয়। রহস্যময় ভাবেই এই মৃত্যুর ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কিভাবে এই ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্তে জুটেছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us