File Picture
নিজস্ব সংবাদদাতা, ডেবরা: ডেবরায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের পরিবারের অভিযোগ, স্বামীর মৃত্যুর পেছনে রয়েছে স্ত্রীর চক্রান্ত। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার সীমানা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বুদ্ধদেব দোলই (২৫)। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুদ্ধদেবের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল বলে সন্দেহ। সেই সম্পর্কেই বাধা দিচ্ছিলেন বুদ্ধদেব। অভিযোগ, সেই কারণে সোমবার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন স্ত্রী। উদ্দেশ্য ছিল স্বামী যেন গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন। কিন্তু সেই ঘুমই হয়ে ওঠে চিরনিদ্রা।
পরদিন সকালে পরিবারের সদস্যরা বুদ্ধদেবকে অচেতন অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বুদ্ধদেবের পরিবারের পক্ষ থেকে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
/anm-bengali/media/post_attachments/abd9fe5a-ad9.png)
অভিযোগের ভিত্তিতে পুলিশ বুদ্ধদেবের স্ত্রীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে তদন্তকারীদের একাংশ মনে করছেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে।
পুলিশ জানিয়েছে, পরকীয়ার সম্ভাব্য দিকটি মাথায় রেখে তদন্ত এগোচ্ছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব ও তাঁর স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না।
ঘটনায় এলাকায় শোকের ছায়া। পাশাপাশি, স্ত্রীর ভূমিকা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য ও আলোচনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us