New Update
/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তথাগত রায় এবার বড় বার্তা দিলেন।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
তিনি বলেছেন, "শ্যাখগো অত্যাচারে দেশ ছাড়সিলাম কিনা, এইলিগ্গা দ্যাশের ভাষা কইতে হইলে এট্টু বেসামাল হইয়া পড়ি। মনে কিসু কইরেন না। বাঙালি হিন্দুর নেক্সট জেনারেশনের ভাগ্যেও এইই ঝুলতাসে। আমার সৌভাগ্য, ততদিনে মইরা যামু"। তার বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।
শ্যাখগো অত্যাচারে দেশ ছাড়সিলাম কিনা, এইলিগ্গা দ্যাশের ভাষা কইতে হইলে এট্টু বেসামাল হইয়া পড়ি। মনে কিসু কইরেন না।
— Tathagata Roy (@tathagata2) July 29, 2024
বাঙালি হিন্দুর নেক্সট জেনারেশনের ভাগ্যেও এইই ঝুলতাসে। আমার সৌভাগ্য, ততদিনে মইরা যামু।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us