মুর্শিদাবাদ হিংসা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট, স্থানীয় পুলিশ নিষ্ক্রিয়, কাউন্সিলরের জড়িত থাকার ইঙ্গিত হাই কোর্ট কমিটির

মুর্শিদাবাদ হিংসা নিয়ে হাই কোর্ট কমিটির রিপোর্টে তীব্র অভিযোগ— পুলিশ ছিল নিষ্ক্রিয়, ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় কাউন্সিলর। রাজনৈতিক মহলে চাঞ্চল্য।

author-image
Debapriya Sarkar
New Update
High court

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসা নিয়ে কড়া পর্যবেক্ষণ পেশ করল কলকাতা হাই কোর্ট নিযুক্ত তদন্ত কমিটি। কমিটির রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, ঘটনার সময় স্থানীয় পুলিশ একেবারেই নিষ্ক্রিয় ছিল, এমনকি ঘটনাস্থলে তাদের উপস্থিতিও ছিল না। শুধু তাই নয়, হিংসায় একজন স্থানীয় কাউন্সিলরের জড়িত থাকার অভিযোগও উঠে এসেছে প্রতিবেদনে।

s

ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে রিপোর্টে আরও কড়া পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর। এই রিপোর্ট সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।