শিক্ষা কর্মাধ্যক্ষর কাকাকে খুন? গ্রেফতার কাকিমা ও প্রেমিক

এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াল এলাকায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-18 at 6.52.24 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: খড়গপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তরুন সিংয়ের কাকাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল তার কাকিমার বিরুদ্ধে। গ্রেফতার কাকিমা ও তার প্রেমিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নং ব্লকের কেলেয়াড়া ৫/২ গ্রাম পঞ্চায়েতের পেনাচক এলাকায়। গত ১৩ তারিখ এই ঘটনা ঘটলেও পরে ঘটনার তদন্তে নেমে মৃত বিশ্বনাথ সিংয়ের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করে খড়গপুর লোকাল থানার পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

মৃত বিশ্বনাথ সিংয়ের ছোটো বোন ঝরনা সিং জানান যে দীর্ঘ পাঁচ বছর ধরে ওই এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তার বৌদির। প্রতিনিয়ত তার বৌদি বিশ্বনাথ সিংকে ঘুমের ওষুধ খাওয়াত। কয়েকদিন আগে একাধিক ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে সঙ্গে নিয়ে গলায় কাপড়ের দড়ি দিয়ে বালিশ চাপা দিয়ে খুন করে বলে অভিযোগ উঠেছে। তারপরেই ঘটনাস্থলে খড়গপুর লোকাল থানার পুলিশ এসে মৃত বিশ্বনাথ সিংয়ের স্ত্রী ও ওই যুবককে গ্রেফতার করে। পরিবারের লোকজনের দাবি দোষীদের কঠোরতম শাস্তি যেন হয়। বিশ্বনাথ সিং পেশায় শিক্ষক ছিলেন। মৃত বিশ্বনাথ সিংয়ের ভাইপো তন্ময় সিং বর্তমানে খড়গপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পদে রয়েছেন।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র