বীরভূমে নানুরে গোষ্ঠী দ্বন্দ্বর জেরে খুন

নানুরে গোষ্ঠী দ্বন্দ্বর জেরে খুন।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-06 12.28.45 PM

নিজস্ব প্রতিনিধি: আবারো বীরভূমে নানুর বিধানসভার অন্তর্গত বাসাপাড়ার পাতিসাড়া গ্রামে অন্নপূর্ণা পূজোর চাঁদা তুলাকে কেন্দ্র করে ব্যাপক মারপিট। ঘটনায় মৃত এক, আহত তিন। মৃতর পরিবারের দাবি তারা কাজলের সঙ্গে দল করে বলে তাদের উপর আক্রমণ করা হয়েছে। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

আবারো নানুর থানার বাসাপাড়ার পাতিসাড়া গ্রাম উত্তপ্ত অন্নপূর্ণা পূজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে। ঘটনায় মৃত এক, আহত তিন। মৃত ব্যক্তির নাম রাজবিহারী সর্দার, আহত হয়েছেন মানব সর্দার, সুকুমার মেটে, ঢোলা মেটে। চারজনকেই তড়িঘড়ি নিয়ে আসা হয় মঙ্গলকোট ব্লক হসপিটালে, 
সেখানে চিকিৎসকরা রাজবিহারী সর্দারকে মৃত বলে ঘোষণা করে। দুজনের অবস্থার অবনতি ঘটলে তাদের পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। মৃত পরিবারের লোকজনদের অভিযোগ তারা অন্নপূর্ণা পূজোর জন্য চাঁদা তুলছিলেন।

 
হঠাৎ করে গ্রামের বেশ কয়েকজন তাদের ওপর চড়াও হয় চাঁদা দেবে না বলে, তারা হলেন বুদ্ধদেব মাঝি, রাজু মেটে। মৃত পরিবারের লোকজনদের অভিযোগ তারা কাজল শেখের সঙ্গে দল করে বলে তাদের উপর আক্রমণ করা হয়েছে। তবে প্রশাসন সূত্রে খবর অন্নপূর্ণা পূজোর চাঁদা কে কেন্দ্র করে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে এই ঝামেলা। গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ঘিরে রেখেছে এলাকা। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।