/anm-bengali/media/media_files/2025/07/08/whatsapp-image-2025-07-08-2025-07-08-13-41-49.jpeg)
হরি ঘোষ, কাঁকসা: তীব্র দাবদহে নষ্ট হয়ে যায় বীজ। হল না ধান চাষ। বিনা মেঘেই বজ্রপাত চাষীদের মাথায়। তাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশায় রাজা লক্ষণ সেনের অধিষ্ঠাত্রী দেবী শ্যামরূপার মন্দিরে যজ্ঞ শুরু করে চাষীরা। হয় ছাগ বলি। তারপরেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি নামে। চাষিরা মনের সুখে ধান চাষ শুরু করে। ধানের ফলনও বেশ ভালো হয়। লাভের মুখ দেখে চাষীরা। কাঁকসার বিষ্ণুপুরের চাষিরা বুঝতে পারে তাদের অভয় দিলেন স্বয়ং শ্যামরূপা মা। এটা ৮০ বছর আগের ঘটনা। তারপর থেকে এই পুজোর নাম হয় মুনুই। এরপর প্রত্যেক বছর আমন ধান চাষের আগে বর্ষাকালে হয় শ্যামরূপার পুজো। হয় যজ্ঞ ও ছাগবলি। দেওয়া হয় খিচুড়ি ভোগ। গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে খিচুড়ি ভোগ গ্রহণ করে। তখনই শুরু হয় প্রচন্ড বৃষ্টিপাত। তারপরেই চাষীরা ধান চাষ শুরু করে। এলাকার এক ব্যক্তি তাপস পাতর বলেন, "খড়ার জন্য ৮০ বছর আগে একবার ধানের বীজ নষ্ট হয়ে গিয়েছিল। মায়ের পুজো দেওয়ার পর আবার শুরু হয়েছিল ধান চাষ। প্রচুর ফলন হয়েছিল। তাই আমরা প্রতি বছরের মতো এই বছরও শ্যামরূপা মায়ের পুজো দিলাম মুনুইয়ের মাধ্যমে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-134221-2025-07-08-13-42-38.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us