নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মঙ্গলবার পৌর কাপ-২০২৫ ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গি , মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলররা এবং বিখ্যাত ক্রিকেটার সুনীল শিকারিয়া।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, এবং পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান , সৌরভ বসু সহ অন্যান্যরা জানান, "এটা মেদিনীপুর শহরের ঐতিহ্য। গত কয়েক বছর ধরে শহরের ২৫টি ওয়ার্ডের উঠতি ক্রিকেটারদের নিয়ে দল গড়ে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৌরসভার কাজ শুধুমাত্র রাস্তাঘাট তৈরী বা অন্যান্য নাগরিক পরিসেবা দেওয়া নয়, সাংস্কৃতিক ও ক্রীড়া জগতেও যাতে আমাদের শহরের মানুষ অগ্ৰনী ভূমিকা পালন করতে পারে তার জন্যই এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান রাখা হয়েছে"। আগামী ৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত এই নক আউট খেলা চলবে।