নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজারে বিরসা মুন্ডার প্রয়ান দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করা হল মুন্ডা সমাজের পক্ষ থেকে। এদিন বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন মুন্ডা সমাজের নেতা শশাঙ্ক শেখর শিং, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, বিশিষ্ট সমাজসেবী পুতুল বেরাসহ অনান্যরা। মুন্ডা সমাজের হয়ে স্লোগান তুলে এদিন শ্রদ্ধা জানানো হয় বিরসা মুন্ডাকে। সীতেশ ধাড়া জানাযে ডেবরা চকে বিরসা মুন্ডার মূর্তি বসানো হয়েছে। বিধায়িকা জ্যোৎস্না মান্ডি, বিধায়ক হুমায়ুন কবীরের উপস্থিতিতে মূর্তি বসানো হয়। প্রতি বছর জন্মদিবস ও প্রয়ান দিবসে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানানো হয়।
/anm-bengali/media/post_attachments/files/2024/11/Birsa-Munda-788286.jpg)