জাতীয় সড়কে একাধিক খানাখন্দ, সমস্যায় চালকরা

কোথায় ঘটল এমন ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-07 at 1.52.27 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: জাতীয় সড়কের  একাধিক জায়গায় খানাখন্দ। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের এই অবস্থায় সমস্যার সম্মুখীন গাড়ির চালকরা। "ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, জেলাশাসককে জানাবো", এমটাই বললেন বললেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ।

খড়গপুর থেকে কলকাতাগামী ৬ লেন বিশিষ্ট ১৬ নং জাতীয় সড়ক পড়ে যার মধ্যে  পিংলা এবং ডেবরা বিধানসভার খড়গপুর থেকে শ্রীরামপুর পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটারের একাধিক জায়গা খানাখন্দে ভরা। এর জেরে সমস্যার সম্মুখীন হচ্ছে বাস চালক থেকে বিভিন্ন দূর পাল্লার গাড়ির চালকরা। বিশেষ করে যে সমস্ত দূর পাল্লার যানবাহন রাতে যাতায়াত করে তারা চরম সমস্যায় পড়ে। চালকদের অভিযোগ, "এন এইচ  কর্তৃপক্ষকে যেখানে আমরা হাজার হাজার টাকার টোল দিচ্ছি সেখানে এত গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে কেন এমন অবস্থা হবে? আমরা দ্রুত এর সংস্কার চাই"।

এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, "আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও এলাকার গ্রামীণ সড়ক এবং রাজ্য সড়ক ঝাঁ চকচকে করে রেখেছেন। পাশাপাশি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গ্রামে গ্রামে আরো রাস্তা হবে। সেখানে এন এইচ কর্তৃপক্ষ টোল নিয়েও গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক সংস্কার করেনি। এই বিষয়ে আমি এই এইচের সঙ্গে কথা বলবো। পাশাপাশি বিষয়টি জেলাশাসককে জানাবো যাতে এই সমস্যার সমাধান করা যায়"। 

WhatsApp Image 2025-08-07 at 1.52.35 PM