মহরমে তাজিয়া প্রদর্শনী, লাঠি খেলা দেখতে ভিড় জমলো মেলায়

তাজিয়া প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয় রবিবার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-07 at 133215 (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের সিংয়েরগড় এলাকায় মহরম উদযাপন কমিটির উদ্যোগে তাজিয়া প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয় রবিবার। যেখানে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। তিনি উপস্থিত থেকে সবাইকে শুভেচ্ছা জানান। পাশাপাশি লাঠি খেলা ও তাজিয়া প্রদর্শনী দেখতে ডেবরার বিভিন্ন প্রান্তের মানুষজন উপস্থিত হন এই সিংয়েরগড় এলাকায়।