New Update
/anm-bengali/media/media_files/2025/11/10/whatsapp-image-2025-11-10-2025-11-10-16-36-34.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পূর্ব পাঁশকুড়া বিধানসভার আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতের কাউরচন্ডিগ্রামে খাল ও নদী বাঁধ পরিদর্শনে যান তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ এই এলাকায় দীর্ঘদিন বিভিন্ন খাল সংস্কার না থাকার ফলে বর্ষার সময় প্রায় জলের তলায় যেতে হয় এলাকার মানুষজনদের। বর্ষা নামলেই হাঁটু সমান জল জমে যায় রাস্তাঘাটে, ডোবে ঘরবাড়ি। খাল থাকলেও তার সংস্কার না হওয়ার ফলেই বারংবার সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের, যার ফলে তাদের দাবি ছিল একটি ক্যালভার্ট এবং জল নিকাশির। এলাকায় এসে খাল ও নদী বাঁধ সহ নিকাশী ব্যবস্থা খতিয়ে দেখেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এলাকার মানুষ তাদের সমস্যার কথাগুলি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের আশ্বাস দেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Ph0CCBbQBwyTqEcxxutw.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us