New Update
/anm-bengali/media/media_files/oMQ8dyCk4r6E5AQzpyuZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার দার্জিলিং-এ রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে দেখা করলেন তৃণমূলের ৩ জনের প্রতিনিধি দল। আর আজকের এই বৈঠক যথেষ্ট ফলপ্রসু হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি জানান, 'রাজ্যপাল আমাদের আশ্বাস দিয়েছেন ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে তিনি পদক্ষেপ নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল। তাঁকে আগামীর নেতা বলে উল্লেখ করেছেন। তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন ও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। রাজ্যের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি বলেছেন, বাংলার পাওনা নিয়ে তাঁর যা কথা বলার তিনি বলবেন। কিন্তু এর মধ্যে যদি কোনও রাজনৈতিক বাধা থাকে, তা হলে তিনি কিছু করতে পারবেন না।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us