New Update
/anm-bengali/media/media_files/yjXpkfhEJkMA3Ni4h3ca.png)
নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় নেপালের কাঠমান্ডুতে মাউন্ড এভারেস্ট ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যালে 19-25 বছরের বিভাগে প্রথম হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রধামোহপুরের ছেলে বিশাল সমাদ্দার।
আজ বিজেপি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হোলো। তাকে সন্মান জ্ঞাপন করলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস।সার্বিক ভাবে দল ওই পরিবারের পাশে থাকবে বলেও জানান তন্ময় দাস।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us