সদ্যোজাতর জন্য ডেজ প্লাস নিরাপত্তা মায়ের!

সদ্যজাতকে নিয়ে রাস্তা পারাপারে জেড প্লাস ক্যাটাগরির ব্যবস্থা মায়ের। অবাক সকলেই।

author-image
Pallabi Sanyal
New Update
a

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর : নিরাপত্তায় কোনও খামতি নেই।  মানুষজন কাছাকাছি দেখলেই তাড়া করে নিয়ে আসছে। রাস্তা পারাপারের সময় চারদিকে সতর্ক দৃষ্টি রাখা মা মনে করিয়ে দেয়  কোনও ভিআইপি-র নিরাপত্তার কথা। এমনই দৃশ্য দেখা গেল মঙ্গলবার সকালে মেদিনীপুর- বাঁকুড়া জাতীয় সড়কে। জানা গিয়েছে, রূপনারায়ণ বন বিভাগের গড়বেতা রেঞ্জের খড়িকাশুলির জঙ্গলে ২৫ টি  হাতির পাল রয়েছে। সোমবার রাতে খড়িকাশুলির জঙ্গল থেকে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে ভাটমারা এলাকায়। সেখানেই ওই পালে মঙ্গলবার ভোরে একটি হস্তি শাবকের জন্ম হয়। তাকে নিয়ে পুনঃরায় খড়িকাশুলির গভীর জঙ্গলে যাওয়ার সময় জাতীয় সড়ক পারাপার হতে দেখা গেল হাতির ওই পালকে।

aaaa

 

সকাল হতেই মানুষজন সেখানে ভিড় জমান। হাতির পাল বুঝতে পেরে তাদের তাড়া করে নিয়ে আসে। যাতে হস্তি শাবকের নিরাপত্তায় কোন বিঘ্ন না ঘটে। পরে হস্তি শাবককে মাঝে রেখে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে রাস্তা পার হল মা। তবে পার হওয়ার সময় সামনে বেশ কিছু হাতি আগে পেরিয়ে গিয়েছিল। মানুষজন দেখে থমকে গিয়েছিল হস্তি শাবক ও তার মা। পেরিয়ে যাওয়া হাতিগুলো বুঝতে পেরে পুনঃরায় ফিরে আসে রাস্তার উপরে। ঘিরে ফেলে হস্তি শাবককে। পরে আস্তে আস্তে রাস্তা পার হয়ে চলে যায় জঙ্গলের পথে। হস্তি শাবকের নিরাপত্তায় কতটা যত্নবান হস্তিকূল তা দেখিয়ে দিল। রূপনারায়ণ বন বিভাগের এডিএফও জুঁই অধিকারী বলেন, "হাতিরা সবদিনেই বাচ্চাদের আলাদা নিরাপত্তা দেয়। নদী পারাপারের সময় বাচ্চাদেরকে মাঝে রাখে, যাতে জলের গতি তাদের না লাগে। তেমনই এই সদ্য হওয়া শাবকটিকে ওরা আরও বেশি কড়া নিরাপত্তায় রাস্তা পারাপার করল। মানুষজনদের কাছে অনুরোধ তারা যেন কোনোভাবে বিরক্ত না করে বা কাছে না যায়। "

hiring.jpg