New Update
/anm-bengali/media/media_files/49AmRK2Po44aFk4Rnoa1.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলায় ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের পাইকপাড়ি গ্রামের বাসিন্দা বছর ১৭ সৌমদ্বীপ রানা গত তিন মাস ধরে নিখোঁজ। সৌমদ্বীপ আলোককেন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম বর্ষের পাশ আউট ছাত্র ছিলেন । মাধ্যমিক পরীক্ষার ফলা প্রকাশ হওয়ার পরের দিন থেকে নিখোঁজ হয়ে যান। বাড়ির লোকেদের কথা থেকে জানা যায়, সাধারণ পোশাকে শুধু মাত্র একটি সাইকেল নিয়ে নিখোঁজ হন। ডেবরা থানায় নিখোঁজের লিখিত অভিযোগ জানানো হয়েছে কোন রকমের খোঁজ না মেলায় পরিবারের সবাই চিন্তিত । সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ছেলেকে খুঁজে পাওয়া আকুতি মিনতি জানিয়েছেন ছেলের মা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us