হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে জলে ডুবে শাশুড়ি বৌমার জোড়া মৃত্যু

আতঙ্কে দেউলি গ্রামবাসীরা।

author-image
Aniket
New Update
WhatsApp Image 2025-07-26 at 13.13.05

নিজস্ব প্রতিনিধি:  উত্তর ২৪ পরগনা সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের দেউলী! এই দেউলী তে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা! একই বাড়িতে শাশুড়ি বৌমা দুজনের জোডা মৃত্যু জলে ডুবে ৷ যানা যায় ভেণ্ডিতুলতে গিয়ে ছিল বছর ২১-এর বৌমা রাখিমণ্ডল পুকুরের কাঠের ঘাটে হাত পা ধুতে গিয়েছিল সেখানে  পা শ্লিপ করে জলে ডুবে যায় বৌমা ৷স্বামী বিশাল মণ্ডলের সঙ্গে  এক বছর আগে তাদের বিবাহ হয়৷ তখন বৌমার চিৎকারে তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন  ৬০-এর শ্বাশুড়ি ষষ্ঠী মন্ডল বৌমাকে বাঁচাতে গেলে দুজনই একসাথে তলিয়ে যান পুকুরে! সূত্র মারফত জানা যায় যে শাশুড়ি এবং বৌমা দুইজন কেউই সাঁতার জানতেন না! অনেক খোঁজাখুঁজির পরে দুজনকে কোথাও পাওয়া না গেলে  এলাকার মানুষের সন্দেহ হয় পুকুরের জাল ফেলা হয় তখনই  জালে বেঁধে ওঠে দুটি ডেট বডি এমনটা জানিয়েছেন এলাকার মানুষ শচীন মণ্ডল বাবু মণ্ডল ও রিঙ্কু মন্ডল! সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা তিনি জানিয়েছেন ওই মৃত পরিবারের পাশে তিনি সর্বদা আছেন যা কিছু সাহায্য করার তিমি করবেন! ঘটনাস্থলে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ডেড বডি উদ্ধার করে নয় নম্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে  এখান থেকে বসিরহাট স্বাস্থ্য  জেলার পুলিশ মর্গে  পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য !জোড়া মৃত্যুতে  পরিবারে নেমে এসেছে শোকের  ছায়া।