New Update
/anm-bengali/media/media_files/2025/10/04/whatsapp-image-2025-10-04-at-230656-2025-10-04-23-07-33.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নেশাগ্রস্ত অবস্থায় মানসিক অবসাদে নিজের মা বাবাকে ধারালো অস্ত্রের কোপ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের খরপরা এলাকায়। আজ সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতরে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হয় সবং থানায়।
/anm-bengali/media/post_attachments/645dc5ce-0d3.png)
ঘটনাস্থলে সবংয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। মৃত দুজনের নাম ভীম হাঁসদা ও সোমবারি হাঁসদা। অভিযুক্ত ছেলে বর্তমানে পলাতক। মৃতদেহ উদ্ধার করেছে সবং থানার পুলিশ। এটা খুন না অন্য কিছু বিষয়, তা খতিয়ে দেখছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us