'বাংলা জ্বলছে'

ভোটের আগে হোক বা পরে, রাজ্যে পরপর প্রাণহানি হচ্ছে। কোচবিহারে বিজেপির পোলিং এজেন্ট খুন করার অভিযোগ উঠেছে। অন্যদিকে রেজিনগরে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন করা হয়েছে বলে খবর।

author-image
SWETA MITRA
New Update
burning.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ পঞ্চায়েত ভোট শুরু হতেই দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে বাংলার একাধিক জেলা। আর এই প্রসঙ্গেই এবার গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘বাংলা জ্বলছে।মমতারগুন্ডারাদিনেরআলোয়বাংলারগণতন্ত্রকেহত্যাকরছে।এটিভারতেরনির্বাচনীইতিহাসেরএকভয়াবহঅধ্যায়।আদালতেরনির্দেশসত্ত্বেওরাজ্য নির্বাচন কমিশনকেন্দ্রীয়বাহিনীমোতায়েনকরতেব্যর্থহয়েছে।‘  

এদিকে আজ কোচবিহারের সীতাইয়ের বড়ভিটা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র ভাঙচুর ও ব্যালট পেপারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবার সেই ঘটনার একটি ভিডিও শেয়ার করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লেখেন, ‘লজ্জাজনক ও নিন্দনীয়। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কোনও চিহ্ন অবশিষ্ট নেই। প্রতিটি নির্বাচনের সাথে সাথে টিএমসি গুন্ডারা একটি নতুন ঘৃণ্য কাজ করে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং ব্যালট পেপারে আগুন ধরিয়ে দিচ্ছে তৃণমূল সন্ত্রাসীরা।‘    

নিশীথ প্রামাণিক আরও বলেন, ‘এদিন সকাল৮টায়ভোটগ্রহণশেষহয়, ভোটারদেরপ্রবেশকরতেদেওয়াহচ্ছেনাএবংবাইরেঅপেক্ষাকরতেবাধ্যকরাহচ্ছেএবংপোলিংকর্মীরাদাঁড়িয়েআছেন।আমরাকিএটাকেসুষ্ঠুশান্তিপূর্ণনির্বাচনহিসেবেবিবেচনাকরতেপারি? রাজ্য নির্বাচন কমিশনএবংরাজ্যপ্রশাসনেরনিখুঁতঅযোগ্যতা একেবারেপ্রকাশপেয়েছে। রাজ্য নির্বাচন কমিশন মাননীয় আদালতের আদেশের প্রতি খুব কম শ্রদ্ধা দেখিয়েছে, কারণ আমরা প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে সহিংসতা এবং লুটপাটের ঘটনা দেখতে পাচ্ছি। নির্বাচনী কর্মকর্তারা পালিয়ে গেছেন, এবং তৃণমূলের গুন্ডারা আবার নির্বাচন ও বুথের দায়িত্বে রয়েছে। এসব কী হচ্ছে?‘