গঙ্গাসাগরে এবার ৭৫ লক্ষের বেশি ভক্তের সমাগম

মকর সংক্রান্তির পুণ্য তিথিতে সাগরে আজ লক্ষাধিক ভক্তের সমাগম।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাত ১২.১৩ মিনিট থেকে মকর সংক্রান্তির পূণ্য স্নানের সময় শুরু হয়েছে।

ইয়হ

কিন্তু রাতে সাগরে জোয়ার থাকার কারণে কাউকেই ওই সময়ে সমুদ্রে নামতে দেওয়া হয়নি।

গত

সোমবার ভোর ৩ টে থেকে শুরু হয়েছে স্নান।

ু

আজ রাত বারোটা পর্যন্ত চলছে পূণ্য লগ্ন। স্নান শুরু হতেই গঙ্গাসাগর মানুষের ঢল। 

গ

মোক্ষ লাভের আশায় সাগরের জলে ডুব দিয়ে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন সকলে।

গ

দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোক্ষ লাভের আশায় গঙ্গা সাগরে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। 

গ

এবারের গঙ্গাসাগর মেলায় পঁচাত্তর লক্ষের বেশি মানুষের সমাগম হয়েছে বলেই দাবি প্রশাসনের।

গ