Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Rv02ldHhQwDCTHWPd4dC.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের কাঁথি ২ নম্বর ব্লকে পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৭০ জনের বেশি। ৫৫ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার কাঁথি ২ নম্বর ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পুজোর প্রসাদ খেয়ে একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। কাঁপুনি দিয়ে জ্বর, বমি, পেট ব্যথা, ডায়েরিয়া, গায়ে ব্যথার সমস্যা রয়েছে আক্রান্তদের। প্রসাদ থেকে কীভাবে বিষক্রিয়া হল, খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/03/29/0J9ltNKPscbTvoqlsLfJ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us