৩০টির বেশি এটিএমের ব্যাটারি চুরি! পুলিশের জালে চোর

ধরা পড়ল বড় চোর।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-06 at 2.46.58 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গত কয়েকদিন ধরে ৩০টির বেশি এটিম থেকে ব্যাটারি চুরি। অবশেষে সেই ঘটনার কিনারা করল ডেবরা থানার পুলিশ। ডেবরা, সবং ও পিংলা থানার পুলিশের যৌথ অভিযানে ডেবরার শ্যামচক থেকে গ্রেফতার করা হল চোরকে। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে পাঠানো হল মেদিনীপুর আদালতে।

অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলা ছাড়াও একাধিক জায়গার এটিএমের ব্যাটারি চুরি করত দাসপুরে জোতঘনশ্যাম এলাকার এক ব্যক্তি ও তার দলবল। গোপন সূত্রে খবর পেয়ে তিন থানার পুলিশ ডেবরার শ্যামচক থেকে ওই চোরকে গ্রেফতার করে গতকাল। উদ্ধার হয় একটি বাইক। পুলিশ সূত্রে খবর, প্রায় ৩০টি এটিএমের ব্যাটারি চুরি করেছে ওই চোর। আজ মেদিনীপুর আদালতে তুলে ১৪ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করল ডেবরা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যাবে এই চক্রে আর কারা আছে। 

Arrest

digad