ভালোবেসে খাওয়াতে গিয়ে ২০ জনের বেশি আক্রান্ত বাঁদরের আক্রমণে!

খাঁচা বন্দি করল বন দফতর।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-02 at 5.36.42 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: এক বাঁদরের আক্রমণে একের পর এক এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। অবশেষে সেই বাঁদরকে খাঁচায় বন্দি করতে সক্ষম হল বন কর্মীরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী এলাকায় ঘটে। 

স্থানীয় এবং বন দফতর সূত্রে জানা গিয়েছে, একটি বাঁদর ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে। ভালোবেসে এলাকাবাসী তাকে খাবারও দিচ্ছে। আর খাবার দিতে গেলেই কামড় এবং আঁচড় দিচ্ছে। এইভাবে শালবনীর মহাশোল কলোনি, মন্ডলকুপি, কেশপুরের সখিশোলসহ বিভিন্ন এলাকার ২০ কুড়ি জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছে বাঁদরের আক্রমণে। খবর যায় বন দফতরের আড়াবাড়ি রেঞ্জে। পরপর কয়েক দিনের চেষ্টায় অবশেষে রবিবার বন দফতরের খাঁচায় বন্দি হল বাঁদরটি। যে খাবার দিচ্ছে তাকেই আক্রমণ করছে কেন? বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই বাঁদরটি কারুর পোষা ছিল। লোকালয় ছেড়ে দেওয়ার ফলে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। খাবারেরও একটা দীর্ঘদিনের অভ্যাস রয়ে গিয়েছে। তবে রাস্তায় পথচলতি মানুষদের কোনও আক্রমণ করছে না। শুধু যে খাবার দিতে যাচ্ছে তাকেই কামড় এবং আঁচড় দিচ্ছে। আড়াবাড়ি রেঞ্জ আধিকারিক বাবলু মান্ডি বলেন, "অনেকেই বাঁদরটির আক্রমণে আহত হয়েছেন। বাঁদরটির গলায় একটি ঘুঙুর বাঁধা ছিল। তা থেকে বোঝা যাচ্ছে কেউ পোষার জন্য বাড়িতে রেখেছিলেন। এমনি সাধারণভাবে আক্রমণ করছে না। কেউ খাবার দিতে গেলে তবেই আক্রমণ করছে। উদ্ধার করে চিকিৎসক চলছে। পরবর্তী পরিস্থিতি দেখে বাঁদরটিকে ছাড়ার পদক্ষেপ নেওয়া হবে"।

12+ Thousand Angry Monkey Face Royalty-Free Images, Stock Photos & Pictures  | Shutterstock