সমবায় ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক, ১০ দিনে ২ কোটি টাকা তোলা হল

সমবায় ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-05 12.29.50 PM

নিজস্ব প্রতিনিধি: সমবায় ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক ১০ দিনে ২ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর গৌরা সমবায় সমিতির। কেন ১০ দিনে ২ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা? জানা যায়, কয়েকদিন আগে ১৭-১৮ জুন এই সমবায় সমিতির যে নমিনেশন পর্ব চলছিল নিবার্চনের জন্য, সেই সময় গন্ডগোল চলছিল। অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূল ছাড়া অন্য কোন দলকে নমিনেশন করতে দেওয়া হয়নি, নমিনেশন জমার দিন দেখা গিয়েছিল ৫৩ টি আসনের মধ্যে ৫৩ টিটেই নমিনেশন করেছে শাসকদল তৃণমূল, অন্য কোন রাজনৈতিক দল এই সমবায় সমিতিতে নমিনেশন জমা দিতে পারেননি।

বিরোধীরা নমিনেশন জমা না দিতে পারায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। আর এই সময় গ্রাহকেরা আতঙ্কে টাকা তুলে নিচ্ছেন সমবায় ব্যাংক থেকে। যদিও ওই সমবায় সমিতির ম্যানেজার বলেন তিনি চেষ্টা করেছেন যাতে গ্রাহকদেরকে বোঝানো যায় এবং পরে তিনি ব্যর্থ হয়েছেন। যার কারণে গত ২০ তারিখ থেকে সমবায় ব্যাংকে টাকা তোলার  ম্যাক্সিমাম লিমিট করে দেওয়া হয়েছে। যদিও ম্যানেজার বলেন, ১০ দিনে ২ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা, এখনো প্রতিদিন লাইন দিয়ে দাঁড়িয়ে টাকা তোলার হিড়িক রয়েইছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।