টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ, তৃণমূলের অন্দরেই উঠল অভিযোগ

'তৃণমূল কর্মীদের নিয়োগ করতে হবে' দাবি করেছেন পঞ্চায়েত সদস্যা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-03-10 at 20.33.46

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে। টাকার বিনিময়ে নিয়োগ করা হচ্ছে বহিরাগতদের। এমনই অভিযোগ উঠলো তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। অভিযোগ তুললেন খোদ পঞ্চায়েত সদস্যাই। কাটমানি নিয়ে তৃণমূলের শীর্ষ স্তরে পৌঁছে দিচ্ছে তৃণমূল নেতারা বলে কটাক্ষে বিজেপি। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি ব্লক সভাপতির। 

সোমবার সকালে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পাথরডিহা এলাকায় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার সামনে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিক্ষোভে নামেন এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সুমিত্রা হাঁসদা। তিনি দাবি করেন, “তৃণমূল কর্মীদের নিয়োগ করতে হবে। স্থানীয়দের নিয়োগ করতে হবে। কিন্তু ব্লক সভাপতি নবকুমার সামন্ত বহিরাগতদের নিয়োগ করাচ্ছেন। টাকার বিনিময়ে কাজ দেওয়া হচ্ছে”। 

ee44rgccv

পাল্টা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্তের দাবি, “যে ৬ জনের নাম নিয়োগের তালিকায় রয়েছে তার মধ্যে পঞ্চায়েত সদস্যার ছেলের নামও রয়েছে। যে পঞ্চায়েত সদস্যা অভিযোগ করছে টাকার বিনিময়ে কাজ দেওয়া হচ্ছে তাকেই জিজ্ঞাসা করুন তার ছেলের নিয়োগের জন্য কোনও টাকা নেওয়া হয়েছে কিনা। যা অভিযোগ করা হচ্ছে সব ভিত্তিহীন”।

কটাক্ষ করে জেলা বিজেপির সহ-সভাপতি রমন শর্মা বলেন, “কাটমানির বিনিময়ে তৃণমূলের একাংশ নেতা কাজ দিচ্ছে বহিরাগতদের। আর স্থানীয়দের কাজের দাবিতে বিক্ষোভ করছে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যা। এই চিত্র দেখতে পাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু গরিব মানুষরা দেখতে পাচ্ছে কি হচ্ছে এই বাংলায়”।