পাকিস্তানের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান, চার দিন পরেও নেই কোনও খোঁজ, পাঠানকোট ছুটছেন অন্তঃসত্তা স্ত্রী
"হয় আমাদের জল বইবে, নয়তো ওদের রক্ত", ভারতকে হুমকি দেওয়ার পর ভারত শক্তি প্রদর্শন করতেই দেশ ছাড়লেন পাকিস্তানি রাজনীতিবিদ
আজও কি পাপ কন্যা সন্তান জন্মানো? কাঁসাই নদীতে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডেবরায়
কানাডায় মৃত্যু মিছিল : ভ্যাঙ্কুভারে গাড়ি চালিয়ে হামলা, শহরজুড়ে শোক
ঘণ্টাখানেক পরেই শুরু হবে বৃষ্টিপাত, প্রস্তুত থাকুন!
কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওমর আবদুল্লাহর শক্তিশালী বার্তা!
'এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়', পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নির্লজ্জ পাকিস্তান! ভয় পেয়ে পরমাণু বোমার হুমকি ভারতকে
উপত্যকায় সেনা অভিযান— ৩ দিনে ধুলিস্যাৎ ৯ জঙ্গির বাড়ি

কাটমানির টাকা ফেরত চাইতেই কপালে জুটলো বেদম প্রহার, নিশানায় সেই তৃণমূল

চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান তাদের নাম নেই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
edit abas jogana.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঘরের তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এসে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী, ছেলের হাতে আক্রান্ত এক উপভোক্তা। মাটিতে ফেলে বেধড়ক মারধর বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই উপভোক্তা হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও জেলা প্রশাসন সূত্রে খবর এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। সাফাই তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বরুই এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

c344

অভিযোগকারী অনিতা কুমারী সাহার অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা শকুন্তলা সাহা আবাস প্লাস যোজনায় ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার স্বামী দুর্গা প্রসাদ সাহার কাছ থেকে একমাস আগে ৩০ হাজার টাকা কাটমানি নেন। চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান তাদের নাম নেই। এদিন দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্যা তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ বাবুর উপর। চলে বেধড়ক মারধর।

এমনকি শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এই মুহূর্তে দুর্গা প্রসাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও পঞ্চায়েত সদস্যার দাবি তিনি একটি বৈঠকে ছিলেন। তিনি কোন টাকা পাননি। এসব বিষয়ে জানেন না। 
বিজেপির অভিযোগ, তৃণমূলের প্রত্যেকে এই ভাবে টাকা নিয়ে রেখেছে। প্রশাসন মাইকিং যখন করছে তাহলে এদের কাছ থেকে টাকা উদ্ধার করুক। না তো মানুষ গিয়ে বাড়ি ঘেরাও করুক। 

c5677

তৃণমূলের দাবি বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তবে প্রশাসন পদক্ষেপ নেবে দল পাশে থাকবে না।