Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/ga0y7sWWMxfZDy943jMH.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃরাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছেন, তখন রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন তুলে গেলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পাঠানো টাকা কোথায় গেল? মঙ্গলবার অর্থাৎ আজ তিনি বর্ধমানের এক জনসভায় গিয়ে দাবি করেছেন, বিভিন্ন প্রকল্পে রাজ্যে প্রায় ১০ লক্ষ কোটি টাকা পাঠিয়েছেন মোদী। শাহ বলেন, "মোদী সরকারের সব যোজনা নিজের নাম লাগিয়ে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিএম ফসল যোজনা হয়ে গেল 'বাংলা ফসল যোজনা', 'পিএম আবাস যোজনা' হয়ে গেল 'বাংলার আবাস', 'স্বচ্ছ ভারত' বদলে গিয়েছে 'নির্মল বাংলা' নামে, 'জল জীবন মিশন' হয়ে গেল 'মমতার জলস্বপ্ন'।" অমিত শাহ আরও বলেন, "মোদী বাংলার জন্য ১০ লক্ষ কোটি টাকা পাঠিয়েছে। কারা খেয়েছে সে সব টাকা?"
/anm-bengali/media/media_files/rRdxjWumTzajBtn12H6g.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us