নিজস্ব সংবাদদাতা: আজ কৃষ্ণনগর থেকে ফের একবার বঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তৃণমূলের একাধিক দুর্নীতির প্রসঙ্গকে টেনে এনে মোদি বলেন, “যেভাবে টিএমসি এখানে কাজ করছে, তারা পশ্চিমবঙ্গের মানুষকে হতাশ করেছে। মানুষ ক্রমাগত টিএমসিকে ভোট দিয়েছে কিন্তু এই দলটি নৃশংসতা ও বিশ্বাসঘাতকতার আরেক নাম হয়ে উঠেছে। টিএমসির কাছে অগ্রাধিকার বাংলার উন্নয়ন নয়, বরঞ্চ গুরুত্ব পায় দুর্নীতি, স্বজনপ্রীতি, বিশ্বাসঘাতকতা এবং দুর্নীতি। তৃণমূল বাংলার মানুষকে গরিব রাখতে চায় যাতে তাদের রাজনীতি চলতে থাকে, খেলা চলতে থাকে”।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)