Panchayat Polls: ভোটের মধ্যে মদের আসর! নামল পুলিশ

একদিকে ভোট চলছে, অন্যদিকে বসেছে মদের আসর। বাংলায় সন্ত্রাস চলার পাশাপাশি বাংলায় পঞ্চায়েত ভোটে এই চিত্রও এবার উঠে এল। ময়দানে নামতে হল পুলিশকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
votepan

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েত, মদের আসর। ঘটনাস্থলে পুলিশ এসে হঠিয়ে দিল সবাইকে। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মারকন্ডচক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ভোট কেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যেই চলছিল মদের আসর। উদ্ধার করা হয়েছে মদের বোতল। সবং থানার পুলিশ খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে সেখান থেকে সরিয়ে দেয়।