New Update
/anm-bengali/media/media_files/2025/05/21/8nWfjy86AiPGi0Fjq7iA.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বীর সৈনিকদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে তিরঙ্গা যাত্রা করল ঘাটালের দেশপ্রেমী জাতীয়তাবাদী নাগরিকবৃন্দ। ঘাটালের রানীর বাজার থেকে শুরু হয়ে ঘাটালের ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয় আজকের এই তিরঙ্গা যাত্রা। বিজেপি বিধায়কের পাশাপাশি এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন বিজেপির কর্মী-সমর্থক সহ ঘাটালের কয়েকশো সাধারণ মানুষ।
/anm-bengali/media/post_attachments/_media/bs/img/article/2025-05/07/full/1746573814-0988-828358.jpg?im=FeatureCrop,size=(826,465))
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us