২১ জুলাই আসছে, বিধায়ক নিজেই দেওয়ালে লিখলেন প্রচারবাণী

দেখুন সেই ভিডিও।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-07 at 4.29.07 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ২১ জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভাকে সফল করতে ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকে শুরু হল দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার। রবিবার সরডিহা বাজারে ঝাড়গ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি হয়। এই দেওয়াল লিখনে অংশ নেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত যিনি নিজেই তুলি হাতে প্রচারবাণী লেখেন। তার সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের যুব সভাপতি হেমন্ত মাহাত, সহ-সভাপতি নির্মাল্য গিরি, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত সাহু ও ব্লকের ১৩ টি অঞ্চলের যুব সভাপতি। তাদের দাবি, স্থানীয় স্তরে এই কর্মসূচি যুব নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ এবং দলীয় সংহতির পরিচয় দেয়। দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনে বিভিন্ন এলাকাতেও এমন দেওয়াল লিখনের কর্মসূচি চলবে।

Screenshot 2025-07-07 143235