বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার! কাজের গতি পরিদর্শনে বিধায়ক হুমায়ুন কবীর

ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে বরাদ্দ সাড়ে ১৮ কোটি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-27 at 10.13.56 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গত বছরের বন্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একাধিক রাজ্য সড়ক ও গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতি হয়েছিল। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে ডেবরায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি সংস্কার করে দেওয়া হবে। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলগ্রাম থেকে মলিহাটি পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯ কিমি রাস্তা সংস্কার এবং চওড়া করার জন্য প্রায় সাড়ে ১৮ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য পূর্ত দফতর। ইতিমধ্যে কাজ চলছে। দ্রুততার সঙ্গে কাজ শেষ হবে বলে জানান ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। বন্যায় গোলগ্রাম-মলিহাটি রাস্তার একাধিক জায়গা বন্যার জলের চাপে ভেঙে গিয়েছিল। বিধায়ক একাধিকবার পূর্ত দফতকে জানিয়েছিলেন বলেও দাবি করেন। তিনি কাজের গতি কেমন হচ্ছে তা জানতে পূর্ত কর্মাধ্যক্ষকে সঙ্গে নিয়ে এলাকাতেও গেলেন। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, শিক্ষা কর্মাধ্যক্ষ অশ্বিনী সরদারসহ অনান্যরা। 

বিধায়ক বলেন, "গত বছরের বন্যায় আমাদের ডেবরায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে ডেবরার মানুষের পাশে ছিলেন।আমিও ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকায় ত্রান পৌঁছেছি। মানুষের পাশে দাঁড়িয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো কাজ চলছে। আমরা তা পরিদর্শন করলাম যাতে ঠিকঠাক কাজগুলি হয়"।

n