ডেবরা বাজারে দুটি যাত্রী প্রতিক্ষালয় উদ্ধোধনে বিধায়ক

যাত্রী প্রতিক্ষালয় উদ্ধোধনে বিধায়ক। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-03 2.47.47 PM

নিজস্ব প্রতিনিধি: রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার সংলগ্ন এলাকায় কলকাতা লেন এবং খড়্গপুর লেনে দুটি যাত্রী প্রতিক্ষালয়ের শুভ উদ্ধোধন করলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।

বিধায়ক তহবিল থেকে তৈরি হওয়া দুটি যাত্রী প্রতিক্ষালয়ে একদিকের যাত্রীরা কলকাতা, হলদিয়া, মেছেদা, হাওড়ার বাস ধরবে। অপরদিকে থেকে খড়্গপুর,মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বাস ধরবে যাত্রীরা। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া সহ অনান্যরা।