New Update
/anm-bengali/media/media_files/2025/08/03/screenshot-2025-08-03-27-pm-2025-08-03-14-48-01.png)
নিজস্ব প্রতিনিধি: রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার সংলগ্ন এলাকায় কলকাতা লেন এবং খড়্গপুর লেনে দুটি যাত্রী প্রতিক্ষালয়ের শুভ উদ্ধোধন করলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।
/anm-bengali/media/post_attachments/e85365cb-d40.png)
বিধায়ক তহবিল থেকে তৈরি হওয়া দুটি যাত্রী প্রতিক্ষালয়ে একদিকের যাত্রীরা কলকাতা, হলদিয়া, মেছেদা, হাওড়ার বাস ধরবে। অপরদিকে থেকে খড়্গপুর,মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বাস ধরবে যাত্রীরা। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া সহ অনান্যরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us