/anm-bengali/media/media_files/2025/09/17/whatsapp-image-2025-09-17-at-205617-2025-09-17-21-42-31.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রামচন্দ্রপুর এলাকায় বুধবার বিকেলে রামচন্দ্রপুর নিউ নজরুল স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত মিলন মেলার আয়োজন করা হয়। এই মেলায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ সাবির আলি, এলাকার পঞ্চায়েত সদস্য ও নেতৃত্বরা।
এই মিলন মেলা দু'দিন ধরে চলবে। শ'য়ে শ'য়ে মানুষের ভিড় হবে সেখানে। বসেছে বিভিন্ন স্টলও।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/17/whatsapp-image-2025-09-17-at-205616-2025-09-17-21-41-27.jpeg)
এদিন এই মিলন মেলার মঞ্চ থেকে দুঃস্থ মানুষজনদের হাতে শাড়ী, মশারি তুলে দেন বিধায়ক। গত কয়েক বছর ধরে কাঁসাই নদীতে নৌকা খেলার প্রতিযোগিতা হোতো এই এলাকায়। এই বছর প্রশাসনিক অনুমতি পায়নি ক্লাব কর্তৃপক্ষ। বিধায়ক আগামী দিনে যাতে আবার অনুমতি পান সেই বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন এদিন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us