যাত্রী প্রতিক্ষালয়ের কাজ পরিদর্শনে বিধায়ক হুমায়ুন কবীর

যাত্রী প্রতিক্ষালয়ের কাজ পরিদর্শন করলেন বিধায়ক হুমায়ুন কবীর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-06-22 3.00.59 PM

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডেবরা বাজার এবং ডেবরা হরিমতী হাইস্কুলের কাছে ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের বিধায়ক তহবিল থেকে যাত্রী প্রতিক্ষালয়ের কাজ শুরু হয়েছে। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীদের পরিবারের বাস ধরতে যাতে সুবিধা হয় সেই জন্য এই যাত্রী প্রতিক্ষালয় করা হয়েছে।

হরিমতী স্কুলের সামনে শিক্ষক ও পড়ুয়াদের বাস ধরার সুবিধার জন্য এবং ডেবরা বাজারে সাধারন যাত্রীদের বাস ধরার জন্য এই যাত্রী প্রতিক্ষালয় গুলির কাজ চলছে। তিনটি যাত্রী প্রতিক্ষালয়ে প্রায় ৬-৭ লক্ষ টাকা ব্যায় হচ্ছে। গতকাল বিকেলে কেমন কাজ চলছে তা জানতে পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া এবং সাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সাবির আলিকে সঙ্গে নিয়ে কাজ খতিয়ে দেখেন বিধায়ক হুমায়ুন কবীর। পাশাপাশি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর পরিবারের থাকার জন্য যে সেড তৈরি হচ্ছে তাও তিনি পরিদর্শন করেন।