New Update
/anm-bengali/media/media_files/OQ0BoxJ39vMgOaCKDNOr.webp)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে জোড়া জগদ্ধাত্রী পূজোর উদ্ধোধন করলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। এদিন বেশ কয়েকজন জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ডেবরার অর্জুনী এলাকায় একটি জগদ্ধাত্রী পূজো কমিটির পূজো মন্ডপের ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে পূজো উদ্ধোধন করেন তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
পাশাপাশি ডেবরা বাজারে, ডেবরা উদয়ন সংঘের দশম বর্ষের জগদ্ধাত্রী পূজোরও উদ্ধোধন করেন বিধায়ক হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, সমাজসেবী আলতাফ আলি, আমেনা বিবি,কর্মাধক্ষ্য সেখ সাবির আলি-সহ অনান্যরা। পূজো উদ্ধোধন করে সম্প্রীতির বার্তা দেন বিধায়ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us