ফুলে ফেঁপে উঠছে কাঁসাই! অবস্থা দেখলেন বিধায়ক নিজেই

চিন্তায় মানুষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-16 at 7.58.57 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ফের কাঁসাই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে ডেবরায়। ২ দিন আগে মুকুটমনিপুর থেকে ১০ হাজার কিউসেক এবং গতকাল সন্ধ্যায় ৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। তাতেই ফুলে ফেঁপে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার কাঁসাই নদী। 

গতকাল বিকেলে কাঁসাই নদী পরিদর্শনে যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর ও ডেবরার বিডিও। নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সজাগ থাকার আবেদন জানানো হয়েছে ডেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে। নদীর জল চাষের জমিগুলিতেও প্রবেশ করছে। আজও জল বাড়ার আশঙ্কা।

Do not miss the Grand Canyon of Bengal!