New Update
/anm-bengali/media/media_files/2025/07/16/whatsapp-image-2025-07-16-2025-07-16-19-59-19.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ফের কাঁসাই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে ডেবরায়। ২ দিন আগে মুকুটমনিপুর থেকে ১০ হাজার কিউসেক এবং গতকাল সন্ধ্যায় ৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। তাতেই ফুলে ফেঁপে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার কাঁসাই নদী।
গতকাল বিকেলে কাঁসাই নদী পরিদর্শনে যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর ও ডেবরার বিডিও। নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সজাগ থাকার আবেদন জানানো হয়েছে ডেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে। নদীর জল চাষের জমিগুলিতেও প্রবেশ করছে। আজও জল বাড়ার আশঙ্কা।
/anm-bengali/media/post_attachments/ckeditor/userfiles/1563084734-tourisim_gangani-4-844685.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us