নিজস্ব সংবাদদাতা, হুগলীঃ আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হল আজ। মহালয়ার আজ এই পুণ্য তিথি উপলক্ষে বিভিন্ন ঘাটে ঘাটে ভোর থেকেই চলেছে পিতৃ তর্পণ। আজ এই আবহে হুগলীর ময়ূরপঙ্খি ঘাটে পিতৃপুরুষের উদ্যেশে তর্পণ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
/anm-bengali/media/media_files/BlYVrcRrHcmy2TkOPpJz.jpeg)