গরু পাচার রুখলেন বিধায়ক অগ্নিমিত্রা পল!

আসানসোলে ফের একবার গরু পাচারের অভিযোগ উঠল। আর এই অভিযোগ তুলেছেন খোদ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি আজ শুক্রবার গরু পাচার রুখে দিয়েছেন বলে খবর।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
cow.jpg

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ আসানসোলেগরুভর্তিএকটিগাড়িথামিয়েদিলেনবিজেপিবিধায়কঅগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।আসানসোলদক্ষিণেরবিধায়কএবংবিজেপিনেত্রী অগ্নিমিত্রা পলআসানসোলশহরেরভগৎ সিংমোড়থেকে গরুবোঝাই (Cow Smuggling) একটিগাড়িধরেগরুপাচারনিয়েপ্রশ্নতুলেছেন।বিজেপি বিধায়কের অভিযোগ, ‘গরুপাচারহচ্ছে।যেগাড়িতেগরুপাচারকরাহচ্ছেনম্বরপ্লেটপর্যন্তনেই।‘ চালকের বক্তব্য, এইগাড়িটিআদ্রাথেকেএসেছেএবংআসানসোলেরচাঁদমারিযাবে। এদিকেভগৎসিংমোড়েএই গাড়িটিকে আটকে দেন অগ্নিমিত্রা পল।পুলিশপ্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।দিনবিজেপি বিধায়ক প্রশ্ন তোলেন, ‘গরুপাচারনিয়েকীকরছেপুলিশ। পশ্চিমবঙ্গেএমনটাইচলছে।‘