/anm-bengali/media/media_files/2025/06/26/whatsapp-image-2025-06-26-2025-06-26-18-22-51.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কংসাবতী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল এক ব্যক্তি। সেই ব্যক্তির খোঁজে রাতভর তল্লাশি পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীদের। গভীর রাতে ওই ব্যক্তির খোঁজ না মিললেও নদীর জলে ভেসে আসতে দেখা গেল এক যুবককে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানা এলাকায় ঘটে।
জানা গিয়েছে, চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকার বেশ কয়েকজন কংসাবতী নদীতে মাছ ধরতে গিয়েছিল বুধবার বিকেলে। মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া জলে ফুলেফেঁপে ওঠে কংসাবতী। নদী পারাপার করার সময় গঙ্গাধর সামন্ত (৪০) নামে এক ব্যক্তি জলে তলিয়ে যায় বলে দাবি সঙ্গে থাকা অন্যান্যদের। খবর যায় গুড়গুড়িপাল থানায়। পুলিশ এসে চারিদিকে খোঁজ খবর এবং তল্লাশি চালায়। তাতেও কোনও হদিশ না মেলায় সিভিল ডিফেন্সের টিম আনা হয়। ভরা নদীতে জলের স্রোত ছিল বেশি। ফলে শিবপুর এলাকা থেকে ভেসে ওই ব্যক্তি মনিদহ এলাকার দিকেও চলে আসতে পারে বলে ধারণা ছিল পুলিশের। সেই মতো গুড়গুড়িপাল থানার ওসি মনোরঞ্জন শিটের নেতৃত্বে খেয়া পারাপারের একটি নৌকা নিয়ে নদী বক্ষে তল্লাশি শুরু হয়। রাত ১টা নাগাদ দেখা যায় কেউ একজন নদীর জলে ভেসে আসছে। তড়িঘড়ি সঙ্গে থাকা দড়ি এবং বাঁশ দিয়ে তাকে উদ্ধারের পর দেখা যায় নিখোঁজ হওয়া ব্যক্তি এ নয়। কোনওরকমে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় দেপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। যুবক বলে, "আমি মানিকপাড়া গিয়েছিলাম বিকেলে। সেই সময় নদীতে জল কম ছিল। ফিরে যখন আসি তখন রাত ১২টা পেরিয়ে গিয়েছে। দুর্গাপুর ফেরিঘাটের কাছে নদীতে নামার পরই জলের স্রোতে আমি ভেসে যাই। ভাবিনি আমি বেঁচে ফিরব। ওই সময়ই নদীতে পুলিশ টহল দিচ্ছিল। পুলিশই আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/26/whatsapp-image-2025-06-26-2025-06-26-18-23-06.jpeg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/23/whatsapp-image-2025-06-23-2025-06-23-14-20-40.jpeg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/15/93q0uFBfR00mUzk6kqpe.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us