দুষ্কৃতীদের তান্ডব, ভাঙা হয়েছে সোলার লাইট

এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম।

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ দুষ্কৃতীদের তান্ডব, নাকি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হল সরকারি সম্পত্তি ? এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য দাসপুরের লক্ষণচক এলাকায়।

জানা যায় দাসপুর ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে দাসপুরের গৌরা গ্রাম পঞ্চায়েতের লক্ষণচক সংসদে প্রায় একলক্ষ ৩৫ হাজার হাজার টাকা খরচে সোলার লাইট লাগানো হয়েছিল বিগত দুবছর আগে এলাকাকে অন্ধকার থেকে আলোময় করতে। কিন্তু আজ বুধবারে সকালে ওই এলাকার কিছু স্থানীয় মানুষ দেখতে পায় তার মধ্যে চারটি সোলার পথ বাতি একেবারে ভেঙে রাস্তার মধ্যে পড়ে রয়েছে সঙ্গে সোলার, ল্যাম্প এমনকি ব্যাটারি ও নেই এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ওই পথ বাতির বিভিন্ন যন্ত্রাংশ। বিষয়টি তারা বুঝতে পেরেছেন এবং তারা অনুমান করছেন যে এগুলি দুষ্কৃতীদের কাজ।

তবে ইতিমধ্যে ওই এলাকার মানুষ গৌরা গ্রাম পঞ্চায়েত প্রধান নিকট বিষয়টি নিয়ে জানিয়েছেন। এই নিয়ে গৌরা গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, '' আমরা লিখিত আকারে দাসপুর থানায় এব্যাপারে অভিযোগ জানিয়েছি। '' জানা যায় শুধু লক্ষণচ্ক নয়, গৌরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ধরে এইভাবে পথবাতি গুলিকে নষ্ট করে বিকল করে দেওয়া হচ্ছে।