মোবাইল ছিনতাইয়ে বাধা, চলল গুলি, চাঞ্চল্যকর

মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় চলল গুলি।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
,মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মোবাইল ছিনতাই করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তাতে বাধা দিতেই চলল গুলি। শনিবার রাতে এই গুলি চালানোর ঘটনায় ২ জন যুবক আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার কদম্বগাছি মধুপুর ও চণ্ডীগড়ি এলাকায়। এক যুবকের গলায় এবং অপর যুবকের পেটে গুলি লেগেছে। আহত দুই যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বারাসত হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব এলাকাবাসী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ি ফিরছিলেন মধুপুরের বাসিন্দা শুভজিৎ ঘোষ নামের এক যুবক। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী শুভজিৎ-র থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এর জেরে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপর শুভজিৎকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। তাঁর গলায় গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার পর সোনা ঘোষ নামে অপর এক যুবককেও গুলি করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁর পেটে গুলি লেগেছে। অভিযুক্তদের ধরতে তৎপর হয়েছে পুলিশ। অভিযুক্তদের ধরতে জেলাজুড়ে নাকা চেকিং চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।