নাবালিকাকে ধর্ষণের চেষ্টা! এবার তৃণমূল নেতার বিরুদ্ধে জারি হুলিয়া

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এবার আরও বড় বিপাকে তৃণমূল নেতা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্কম্ন

collected pic

নিজস্ব সংবাদদাতাঃপকসো মামলায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার বিরুদ্ধে হুলিয়া জারি করল বালুরঘাট স্পেশ্যাল পকসো আদালত। আদালতের সেই নোটিস শুক্রবার অর্থাৎ আজ দুপুরে বালুরঘাট পুর এলাকায় ওই নেতার বাড়িতে লাগায় বালুরঘাট থানার পুলিশ। শুধু বাড়িতে নয় জনবহুল বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরের সেই নোটিশ লাগায় পুলিশ। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রে খবর, তৃণমূল নেতার বাড়িতে তাঁর ছেলে ছিল৷ পুলিশ দেখে সে বেরিয়ে যায়। এরপর বাড়িতে এক মহিলা তালা মেরে বেরিয়ে যায়। 

প্রসঙ্গত, কয়েক মাস আগে অভিযুক্তের বিরুদ্ধে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইল দোকানের শৌচাগারে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটেছিল বালুরঘাট থানা সংলগ্ন এলাকায়। এই নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার৷ অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাট জেলা আদালতে পকসো মামলা দায়ের হয়। তারপর থেকে ফেরার রাকেশ শীল। এদিকে ওই সময় আইএনটিটিইউসির পদে ছিলেন ওই নেতা। ঘটনা সামনে আসতেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে আদালতের তরফে হুলিয়া জারি করা হয়। সেই আদালতের নোটিসই এদিন লাগানো হয়।