মূক-বধির নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণ! গ্রেফতার! ধাক্কা খেলো TMC

আবার আলোচনায় উঠে এলো তৃণমূল। বলা যায় আবার ধাক্কা খেলো। তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। সাধারণ মানুষ অভিযুক্তের কার্যে ক্ষুব্ধ।

author-image
Anusmita Bhattacharya
25 May 2023 | আপডেট করা হয়েছে 26 May 2023
মূক-বধির নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণ! গ্রেফতার! ধাক্কা খেলো TMC

নিজস্ব সংবাদদাতা: মূক-বধির নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। কাঠগড়ায় তোলা হলো স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ভাইকে। এই ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে যে ঘটনার জেরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। দল কোনওভাবেই অভিযুক্তদের পাশে থাকবে না বলে জানিয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

নাবালিকা ২২ তারিখ কাকার বাড়ি যাচ্ছিল। পথে ধৃত মাসুম-সহ বেশ কয়েকজন ওই নাবালিকার মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায় হাঁকি মাস্টারের ফাঁকা বাড়িতে। মাসুম ধর্ষণ করে বলে অভিযোগ। কোনওরকমে নাবালিকা পালিয়ে বাড়ি ফেরে। আকারে ইঙ্গিতে গোটা ঘটনাটি জানায়। এরপরই পরিবারের সদস্যরা মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মাসুমকে গ্রেফতার করেছে।