বেহাল রাস্তা! গ্রামের জামাইয়ের পর প্রাণ হারাল ওই গ্রামেরই ছোট্ট মেয়ে

কেন হল তার মৃত্যু?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-17 at 3.20.29 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নং ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া মোহনপুর এলাকায় এবার বেহাল রাস্তার বলি ছোট্ট সুস্মিতা। মাস কয়েক আগেই শ্বশুরবাড়িতে এসে হঠাৎ অসুস্থ হওয়ায় খাটিয়ায় করে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল পাড়ার জামাই বাদল মান্ডীর। এবার সেই রাস্তার কারণেই প্রাণ হারাল ওই পাড়ারই ছোট্ট সুস্মিতা মুর্মু।

জানা যায় যে আজ ভোর তিনটে নাগাদ অসুস্থ হয় সুস্মিতা। তবে রাস্তা খারাপের জন্য হাসপাতালে নিয়ে যেতে দেরী হয়। হাসপাতালেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।আর এর পরেই ক্ষোভে ফুঁসছে পরিবারের সদস্যরা। যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকু সোনা পান্ডা জানান যে লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। রাস্তায় মোরাম ফেলা সম্ভব হয়নি। এবার বৃষ্টি কমলে দ্রুততার সঙ্গে কাজ হবে। 

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র