/anm-bengali/media/media_files/2025/07/25/whatsapp-image-2025-07-25-at-183427-2025-07-25-21-03-17.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামে অবশেষে উদ্ধার হারিয়ে যাওয়া নাবালক। চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দিল পুলিশ। ঝাড়গ্রাম জেলার চন্দ্রি এলাকায় এক হারিয়ে যাওয়া নাবালককে উদ্ধার করে চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রি এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় এক নাবালককে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি সন্দেহজনক মনে করে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে প্রথমে সে কিছু বলতে চায়নি। এরপর তারা খবর দেন ঝাড়গ্রাম থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নাবালককে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঝাড়গ্রাম থানার পুলিশ ওই নাবালককে ঝাড়গ্রামের চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দেয়। যাতে দ্রুত তার পরিবারকে খুঁজে পাওয়া যায় তারই সন্ধান চালাচ্ছে তারা।
/anm-bengali/media/post_attachments/31f70725-e11.png)
চাইল্ড হেল্পলাইনের প্রজেক্ট কো-অর্ডিনেটর চিরঞ্জিত চক্রবর্তী জানান, "প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের সময় ওই নাবালক কিছু বলতে না চাইলেও, খাবার দেওয়ার পর সে নিজের নাম জানায় বিজয় সরেন এবং জানায় তার বাড়ি পূর্ব সিংভূম জেলার জামশেদপুরে। বর্তমানে চাইল্ড হেল্পলাইনের তরফ থেকে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে"। এই মানবিক তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us