BREAKING: জামায় রক্তের দাগ! মমতার মন্ত্রীকে দেখানো হল ঝাঁটা-জুতো

তৃণমূল বনাম তৃণমূল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-03 at 7.33.37 PM

নিজস্ব সংবাদদাতা: প্রকাশ্যে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উপর হামলা। আজ মন্ত্রী সকাল দশটা নাগাদ মন্তেশ্বরের মালডাঙ্গাতে পৌঁছলে তাকে তোলাবাজ , চিটিংবাজ, ধান্দাবাজ বলে আক্রমণ করার অভিযোগ ওঠে। নিজের নির্বাচনী কেন্দ্রেই তাকে দেখতে হল কালো পতাকা। এছাড়াও অভিযোগ ওঠে যে তার গাড়িতে চালানো হয়েছে ভাঙচুর। শুধু তাই নয়, মন্ত্রীকে দেখানো হয় ঝাঁটা ও জুতো। গ্রন্থাগার মন্ত্রীকে উদ্দেশ্য করে দেওয়া হয় "গো ব্যাক" স্লোগান। মন্ত্রীর আঙ্গুলে লেগেছে, জামায় রক্তের দাগ, জানালেন নিজেই। "আমাকে খুন করতে চেয়েছিল। দলকে সিদ্ধান্ত নিতে হবে দল কী করবে", বললেন মন্ত্রী। তার অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের অঙ্গুলি হেলনে পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় ও তার দিকে তেড়ে আসে। তিনি দাবি করেন যে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিন্তু চাইলেই গুন্ডাদের সরিয়ে দিতে পারতো।

Siddiqullah Chowdhury calls for protest against NRC and CAB in Bengal |  'আমাদের ছাড়া দেশ স্বাধীন হত না', CAB-এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদের  ডাক সিদ্দিকুল্লার