/anm-bengali/media/media_files/2025/07/14/whatsapp-image-2025-07-14-2025-07-14-15-45-12.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: প্রোগ্রেসিভ হেলথ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের (মুর্শিদাবাদ জেলা শাখা) কনফারেন্সে রবিবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে হাজির ছিলেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। ওই অনুষ্ঠানে হাজির হয়ে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রশংসা করে মন্ত্রী বলেন, "প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা ফুট সোলজার্স। ওই অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা হাসপাতাল-সহ সব হাসপাতালে ছড়িয়ে রয়েছে। তৃণমূল স্তরে যারা সৈনিক তাদের প্রহরী হিসেবে দেখবেন। জনগণের জন্য যে স্বাস্থ্য পরিষেবা, তা যেন কোনওভাবে ব্যাহত না হয়। সেখানে যেন কোনও রাজনীতি না হয়, সেটা ওই অ্যাসোসিয়েশনের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য"। কোনও মৃত্যু বিশেষ করে কোনও রাজনৈতিক মৃত্যু হওয়া উচিত নয় বলে এ দিন শশী পাঁজা স্পষ্ট ভাষায় জানান। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, "২০১১ সালের আগে ৩৪ বছর ধরে খুন খারাপি হত বলে বাংলার মানুষ তাদের খাতা বন্ধ করে দিয়েছেন। বাংলার মানুষ সেই রাজনৈতিক মৃত্যু চায় না। যারা একে জ্বালিয়ে দাও, তাকে পুড়িয়ে দাও, থানা ভেঙে দাও এ রকম হিংস্র কথা বলে, তারা এই মৃত্যুকে বলার চেষ্টা করছে গোষ্ঠীদ্বন্দ্ব। আর বিজেপি'র কোনও কর্মীর মৃত্যু হলে, যদিও সেটা চাই না, তখন বলবে তৃণমূল করেছে। খুব সুবিধাবাদী রাজনীতি। বাংলা বিরোধী কথা বলে তারা। বাংলার উন্নয়ন মানতে পারে না। ওদের নেতৃত্বের মধ্যে বিভাজন রয়েছে। মানুষের মধ্যেও বিভাজনের রাজনীতি করে ওরা"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/XKXZIVMzFWZ38qsvzqIU.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us