ঘাটাল মাস্টার প্ল্যান, বিভিন্ন দফতরের আধিকারিকদের ধমক দিলেন মন্ত্রী মানস ভূঁইয়া

কি বললেন মন্ত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-09 at 6.32.14 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: বন্যার জল কমতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের অগ্রগতি বাড়াতে জেলা প্রশাসন ও ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে ঘাটাল টাউনহলে বৈঠক করেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। বৈঠকে সেচ দফতর সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের ধমক দিয়ে মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "পুজোয় সব আধিকারিকদের ছুটি বাতিল। আধিকারিকদের স্মৃতি বিভ্রংশ হচ্ছে। সেই কারণে সমস্ত বিষয় নোট করতে ভুলে যাচ্ছে। আমি কোনও কথা শুনবো না"। সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আশীষ দত্ত ও ঘাটাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল সহ বিভিন্ন আধিকারিকদের ধমক দিলেন সেচ মন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন সেচ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা অতিরিক্ত মুখ্য সচিব মনীশ জৈন, জেলাশাসক খুরশিদ আলী কাদরীসহ জেলা, মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

Manas