কেন্দ্রীয় বাহিনী কোথায়? প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী

পঞ্চায়েত ভোটে বিভিন্ন জেলা থেকে উঠে আসছে অশান্তির খবর। চলছে গুলি, রক্ত ঝরছে মানুষের। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

author-image
SWETA MITRA
New Update
force.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে চলমান পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) সন্ত্রাস প্রসঙ্গে এবার মন্তব্য করলেন মন্ত্রী শশী পাঁজা। আজ শনিবার পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) বলেছেন, "পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে আজ সকাল থেকে মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিজেপি, সিপিআই (এম) এবং কংগ্রেস একত্রিত হয়ে কেন্দ্রীয় বাহিনীর জন্য চিৎকার করছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোথায়? কেন্দ্রীয় বাহিনী কেন নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে? টিএমসি কর্মীদের হত্যা করা হয়েছে, দু'জনকে গুলি করা হয়েছে। যারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলছিল তাঁরা এখন কোথায়? তারা বলছিল যে এই কেন্দ্রীয় বাহিনী নাকি শান্তির রক্ষক, কিন্তু তাঁরা ব্যর্থ হয়েছে, নাগরিকদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় বাহিনী।‘